কবি রশিদ হারুন
জোনাকিদের সঙ্গমে বাঁধা দিয়েছি বহুবার।
কবিতার লোভে অন্ধকারের বর্শা ছুঁড়েছি তাদের দিকে।
সাদা কাগজ কালো হয়েছে জোনাকির অভিশাপে।
আমার অপারাধবোধ জেগে উঠে তাই কালো কবিতায়।
চাঁদের অভাবে আমার শরীরে এখন আর রাত্রি নামে না।
আমি বোধহয় কখনো মানুষই ছিলাম না।
মানুষ হলে হয়তো আমার শরীরে রাত্রি নামতো।
জোনাকি,
তোমরা আমাকে ক্ষমা করো
না হলে আমার মৃত্যু হবে অমাবস্যায়।
ঈশ্বর,
তুমিও আমাকে ক্ষমা করো।
যদি আরেকটা জীবন দাও,
তবে মানুষ অথবা একজন কবির জীবন নয়
একটি জোনাকির জীবন দিও,
তখন মানুষের দিকে শুধু আলো ছুঁড়ে দিবো।
———————————————————
রশিদ হারুন
২৯/০৩/২০২০