বাংলাপোস্ট২৪ঃ(শরিফুলইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি)
⛔⛔ সাবধান ⛔⛔
অভিনেতা মোশারফ করিমের ছবিটি দেখে কেউ আবার প্রতারণার ফাঁদে পা দিবেন না যেন ।
বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে, বিশেষ করে মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের টোপে ফেলতে কয়েকটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন নামে পেজ খুলে এবং দেশের বিভিন্ন সেলিব্রেটিদের ছবি ব্যবহার করে এবং বেশি রেট এর লোভ দেখিয়ে দেশে টাকা পাঠানোর প্রচার- প্রচারণা চালাচ্ছে! প্রবাস থেকে দেশে এভাবে টাকা লেনদেন এর যেমন কোন নিয়ম নেই, তেমনি আইন বহির্ভূতও। আসলে এরা প্রতারক চক্র । ওরা আপনাকে টোপে ফেলে আপনার টাকাটা মেরে দেয়ার ধান্ধা করে।
সুতরাং মালয়েশিয়া প্রবাসীসহ অন্যান্য দেশের ভাইয়েরা সাবধান । এদের এমন লোভনীয় অফারের ফাঁদে কখনও পা দিয়েন না