বাংলাপোস্ট২৪: ঢাকা, এপ্রিল ২৫ : ১৫ ৫১ :
আজ চেন্নাই থেকে ৫ম দফায় পাঁচ জন শিশুসহ মোট ১৬৬ জন আটকে পড়া বাংলাদেশীকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। ফ্লাইট অবতরণ করেছে দুপুর ২টা ৪৮মিনিটে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে গত ২৩ ও ২৪ এপ্রিলের ধারাবাহিকতায় আজ আটকে পড়া যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে ।গত একমাসের অধিক সময় ভারতের বিভিন্ন অঞ্চলে চিকিৎসার জন্য আটকে রয়েছে হাজার হাজার বাংলাদেশী। গত ১৭ মার্চ থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারনে কোনোভাবেই বাংলাদেশী যাত্রীরা দেশে ফিরে আসতে পারছিলো না, এমতাবস্থায় ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যেগে আটকে পড়া বাংলাদেশী যাত্রীদের ফিরিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং এ অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বাংলাদেশীরাই ভ্রমণ করতে পারবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স মহাব্যবস্থাপক, জনাব মোঃ কামরুল ইসলাম বলেন ,বাংলাদেশ ও দেশের জনগণের কল্যানে ইউএস-বাংলা সর্বদা পাশে থাকবে।
এখানে উল্লেখ্য, যাত্রীদের করোনাভাইরাস মুক্ত কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকলে অবশ্যই নিজ নিজ বাসায় হোম কোয়ারান্টাইনে থাকতে হবে। আর যেসকল যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নাই সেসকল যাত্রীদের সরকার নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা রয়েছে।