জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে ও রংপুর-৩ আসনের এমপি রাহগির আল মাহি সাদকে এরশাদ ট্রাস্টের সদস্য করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ। ট্রাস্টের প্যাডে তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও বেগম রওশন এরশাদ এমপি’র ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ এমপিকে “হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট” এর সম্মানিত সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি বুধবার ১৪ সেপ্টেম্বর হতে কার্যকর হবে।