অনলাইন ডেস্ক :

বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এই ভাইরাস ছড়িয়ে পড়ার আগে নামকরা পর্যটন কেন্দ্র বা যেসব স্থানে জনসমাগমে সারা বছর গমগম করতো এখন সেসব এলাকা একেবারে লোকশূন্য।

মক্কার কাবা ঘরের দৃশ্য। ৫ই মার্চ গভীরভাবে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ফাঁকা করে দেয়া হয় স্থানটি।

এক সপ্তাহ আগে মুসলমানরা কাবা ঘরের সামনে।
এক সপ্তাহ আগে মুসলমানরা কাবা ঘরের সামনে।
ভেনিসের সেন্ট মার্কোস স্কোয়ার
ভেনিসের সেন্ট মার্কোস স্কোয়ারে একটি রেস্তোরাঁর সামনের দৃশ্য। অন্য সময় লোকে লোকারণ্য থাকে ইটালির এই জায়গাটি
বছরের এই সময়টাতে এই স্কোয়ারের দৃশ্য এমনটাই থাকে।
বছরের এই সময়টাতে এই স্কোয়ারের দৃশ্য এমনটাই থাকে। কারণ মার্চে হয় কার্নিভাল। ২০১৯ সালের মার্চ মাসের ছবি এটি।
জাপানের কিওটো শহরে পর্যটকদের মূল আকর্ষণ টোরি গেটের এখনকার দৃশ্য
জাপানের কিওটো শহরে পর্যটকদের মূল আকর্ষণ টোরি গেটের এখনকার দৃশ্য
সাধারনত এই স্থানে পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে। ছবিটি ২০১৯ সালের এপ্রিলে তোলা
সাধারনত এই স্থানে পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে। ছবিটি ২০১৯ সালের এপ্রিলে তোলা
সিঙ্গাপুরের ম্যারিনা বে স্যান্ডস স্কাইপার্ক অবজারভেশন ডেক। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর স্থানটিতে পর্যটক নেই বললেই চলে।
সিঙ্গাপুরের ম্যারিনা বে স্যান্ডস স্কাইপার্ক অবজারভেশন ডেক। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর স্থানটিতে পর্যটক নেই বললেই চলে।
২০১০ সালে এটা উদ্বোধনের পর পর্যটকের অভাব হয়নি
২০১০ সালে এটা উদ্বোধনের পর পর্যটকের অভাব হয়নি
ব্যাংককের গ্রান্ড প্যালেসের সামনে মাস্ক পরে একজন পর্যটক
,ব্যাংককের গ্রান্ড প্যালেসের সামনে মাস্ক পরে একজন পর্যটক
আবহাওয়া খারাপ থাকলেও পর্যটকরা এখানে ভিড় করেন। কারণ ব্যাংককে যারা যান তারা এই স্থানটি না দেখে ফিরে যান না।
আবহাওয়া খারাপ থাকলেও পর্যটকরা এখানে ভিড় করেন। কারণ ব্যাংককে যারা যান তারা এই স্থানটি না দেখে ফিরে যান না।


সূত্র: বি বি সি বাংলা