আসন্ন ঈদুল আজহায় কুরবানীকৃত পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবী জানানো হয়। কুরবানীর পশুর চামড়ার হকদার গরীব-ইয়াতিমরা যাতে চামড়ার ন্যায্য মূল্য পায় সে জন্য সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত কয়েক বছর দেখা গেছে অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের কারণে কুরবানীর পশুর চামড়ার ন্যায্য মূল্য পাওয়া যায় না। অনেক চামড়া নষ্ট হয়ে গেছে। দাম না পেয়ে অনেক চামড়া ফেলে দেয়া হয়েছে। এ বছর যাতে সেসব ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, যুগ্মমহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ডাঃ রিফাত মালিক, অধ্যাপক মাওলানা আজীজুল হক, খন্দকার শাহাব উদ্দিন আহমদ, মাওলানা আবদুল হক আমিনী, তাওহিদুল ইসলাম তুহিন প্রমুখ।