বাংলাপোস্ট২৪:

গত ২১ ডিসেম্বর, শনিবার কুষ্টিয়া জেলার আইলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মেগাটেক কমলা- হারুন মেধা বৃত্তি ২০১৯ এর ৫ম ও অষ্টম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয় । মেগাটেক ক্যরিয়ার ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান, সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব এ. এস. এম মুক্তারুজ্জামান(অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা)

বিশেষ অতিথি ছিলেন ,ফাউন্ডেশনের প্রধান নির্বাহি মোসাঃ তানিয়া সুলতানা ,এছাড়াও উপস্থিত ছিলেন ,আইলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ,হারুন উর রশিদ আইলচারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব তরিকুল ইসলাম সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, এলাকার ব্যাক্তিবর্গ মেগাটেক ফাউন্ডেশনের ডিরেক্টর ,মু: জাহিদ, মোহাঃ হাফিজ ,সোনিয়া রহমান , হাসানুজ্জামান সহ আরো অনেকে ।

বাংলাদেশ সময়:১৩৪৬ ঘন্টা ,২৪ ডিসেম্বর,২০১৯
বাংলাপোস্ট/জামিল