বাংলাপোস্ট২৪ (কুষ্টিয়া প্রতিনিধি):

কুষ্টিয়ার খোকসায় নিখোঁজের চার দিন পর তুষার (২০) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার গোপগ্রাম গ্রামের একটি ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। 

নিহত তুষার উপজেলার আমবাড়িয়া গ্রামের খন্দকার আব্দুল হান্নানের ছেলে। নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি তুষার। আত্মীয়-স্বজন ও আশপাশে খোঁজ করেও তুষারের কোনো সন্ধান পায়নি পরিবার।  

খোকসা থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, স্থানীয়দের দেয়া সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশের দেহে বিভিন্ন স্থানে আঘাতজনিত ক্ষত চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। এঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা কি কারণে হত্যা করেছে। তাদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। 

বাংলাদেশ সময়: ৭৫৭ঘণ্টা, অক্টোবর ২১ ,২০১৯
বাংলাপোস্ট২৪ /আনিসুর রহমান আশিক