রোনায় মৃত্যু হয়েছে মেয়ের। মেয়ের লাশ গাড়ির সামনের সিটবেল্টে বেঁধে পাশে বসে কাঁদতে কাঁদতে ড্রাইভ করছেন বাবা। সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অ্যাম্বুলেন্সের সংকট থাকায় ৪০ হাজার টাকা ভাড়া চেয়েছে অ্যাম্বুলেন্স। বাবার পক্ষে এই টাকা দেওয়া সম্ভব নয়। অনেক দর কষাকষির পরেও রাজস্থান থেকে ৮৫ কিলোমিটার দূরত্বে অ্যাম্বুলেন্সের ভাড়া নিচ্ছে ১৬ থেকে ৩৫ হাজার টাকা। তাই নিজের গাড়িতেই মেয়ের লাশ বসিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শোকে কাতর বাবা।
কলকাতা টাইমস জানিয়েছে, গত সোমবার রাজস্থানের কোটা শহরে এই ঘটনা ঘটে। ছবি ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।