ডিস্টিক্ট্র করেসপন্ডেন্ট

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া প্রগতি যুব সংঘ ১৭০ টি অসহায়, কর্মহীন ও ক্ষুধার্ত পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে।

গত রোববার(১৯ এপ্রিল) সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ার কর্মহীন, অসহায়, ক্ষুধার্ত মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে গুটুদিয়া প্রগতি যুব সংঘের সেচ্ছাসেবীরা উপহার সামগ্রী পৌঁছে দেয়।

জানা গেছে, করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে নাকাল গৃহবন্দী কর্মহীন মানুষের মাঝে, “গুটুদিয়া প্রগতি যুব সংঘ”এর উদ্যোগে ৩ টি ওয়ার্ডে ১৭০ টি পরিবারকে, চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, লবন ও সাবান উপহার সামগ্রী হিসাবে বিতরণ করা হয়। গুটুদিয়া প্রগতি সংঘ এর সভাপতি শেখ নাজমুল হাসানের সার্বিক ব্যবস্থাপনায়, সাবেক ছাত্রনেতা কাজী মেহেদী হাসান রাজা, শাহিনসহ সকল সেচ্ছাসেবীরা কিছুদিন ধরেই অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছেন।

ছাত্রনেতা কাজী মেহেদী হাসান রাজা বলেন, করোনাভাইরাস বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিস্তার লাভ করছে। করোনাভাইরাস বিস্তার রোধে সতর্ক ও জনসচেতনতার কোনো বিকল্প নেই। তাই সরকারের পাশাপাশি দলমত নির্বিশেষে সকলকেই এক হয়ে কাজ করতে হবে এবং সমাজের বিত্তবানদের এগিয়ে এসে মেহনতি মানুষদেরকে খাবার দিয়ে সহযোগীতা করতে হবে। সেই লক্ষ্যে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গুটুদিয়া প্রগতি সংঘের সভাপতি শেখ নাজমুল হাসান জানান, করোনা পরিস্থিতি সামনে আরো ভয়াবহ রূপ নিতে পারে। তাই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ২৩ এপ্রিল ২০২০