কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫৭ (বহিরাগত বাদে) জন আক্রান্ত হলো। পুরুষ রোগী ৪৩, নারী ১৪ জন। আজ শুক্রবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া জেলা সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৮৪ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১০টি করোনা ভাইরাস (কোভিড-১৯) পজেটিভ। নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে কুমারখালীর দরবেশপুর ও হাকিমপুরে মোট ২ জন, খোকসার বেতবাড়িয়া, জগলবা ও শোমসপুরে মোট ৩ জন, দৌলতপুরের ইসলামপুর, খলিসাকুন্ডি ও আদাবাড়িয়ায় মোট ৪ জন, মিরপুর কাকিলাদহ ১ জন। আক্রান্তদের আট জন পুরুষ ও দুই জন মহিলা। এই নিয়ে কুষ্টিয়ায় অদ্যাবধি ৫৭ জন কোভিড রোগী সনাক্ত হল।