জ্বালানী তেল সহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২৬ আগস্ট শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ
জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে – খেলাফত মজলিস
ঢাকা, ২৪ আগস্ট ২০২২: জ্বালানী তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৬ আগস্ট শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে খেলাফত মজলিস। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ কর্মসূচি গ্রহণ করা হয়। গতকাল পল্টনস্থ মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দ্রব্যমূল্যে অসহনীয় উর্দ্ধগতির কারণে সাধারণ মানুষ সীমাহীন কষ্টে দিনাতিপাত করছে। হঠাৎ করে জ্বালানী তেলের দাম প্রতি লিটারে ৩৪- ৪৬ টাকা বৃদ্ধির নেতিবাচক প্রভাব পরেছে সবকিছুর উপরে। পরিবহন ভাড়া বেড়েছে। নিত্যপয়োজনীয় সকল দ্রব্যের দাম আকাশ ছোঁয়া। বিশ্ববাজরে জ্বালানী তেলের দাম কমলেও সরকার তেলের দাম কমাচ্ছে না। এভাবে জনগণকে শোষণের পরিনাম শুভ হবে না। অবিলম্বে জ্বালানী তেল সহ সকল পণ্যের দাম কমাতে হবে।
গতকাল সন্ধ্যা ৭টায় আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব- এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মোঃ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, এডভোকেট মোঃ মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মুফতি সাইয়্যেদুর রহমান, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ডাঃ রিফাত হোসেন মালিক, মাওলানা আবদুল হক আমিনী, খন্দকার সাহাবউদ্দিন আহমদ, তাওহিদুল ইসলাম তুহিন, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।
বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম-এ ভোট গ্রহণের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়, ইভিএম এর উপর জনগণের আস্থা নেই। ইসির সাথে সংলাপে অধিকাংশ রাজনৈতিক দল ইভিএম ব্যবহারে বিরুদ্ধে মতামত প্রকাশ করেছে। এরপরেও জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারে ইসির একতরফা সিদ্ধান্ত সবদলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে বাঁধার সৃষ্টি করবে। যেহেতু জনগণ ইভিএম-এ আস্থাশীল নয়, অধিকাংশ রাজনৈতিক দল ইভিএম ব্যবহারের পক্ষে নয়, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে ইসির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।