বাংলাপোস্ট ডেস্ক :(মো:জামিরুল ইসলাম জমিল )

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানো ও ২০২৩ পাঠ্যপুস্তকে ইসলাম শিক্ষা উপেক্ষা ও ইসলাম বিরোধী শিক্ষা চালু করার প্রতিবাদে আগামীকাল ২৭ জানুয়ারী শুক্রবার বাদ জুম্মা বায়তুল মুকাররম উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত মিছিলে আপনার শাখার সকল জনশক্তি ও সুধী শুভাকাঙ্ক্ষী এবং দ্বীন প্রিয় জনতাকে সাথে নিয়ে ঈমানী দায়িত্বে অংশগ্রহণ করবেন।

বিঃদ্রঃ সবাই বায়তুল মুকাররম মসজিদের উত্তর বারান্দায়/চত্তরে নামাজ আদায় করবেন এবং নামাজ শেষের সাথে সাথে মিছিল শুরু হবে।

মহান আল্লাহ আমাদের সকল চেষ্টা তার সন্তুষ্টির জন্য কবুল করুন।দাওয়াতক্রমে জনাব অধ্যাপক মোহাম্মদ আজিজুল হক,সভাপতি-খেলাফত মজলিস ,ঢাকা মহানগরী দক্ষিণ ও তাওহীদুল ইসলাম তুহিন ,সেক্রেটারি -খেলাফত মজলিস ,ঢাকা মহানগরী দক্ষিণ
বিশেষ প্রয়োজনে -01709152578