দীর্ঘশ্বাস
———
তুমি এতো কাছে এসে- কেনো বুকে ছাড়লে গরম দীর্ঘশ্বাস?
তারপর থেকে বুক জ্বলে যায় ভিতরে বাহিরে- চারিদিকে শুধু গরম বাতাস।
——————————

আছি ভালো
—————
বলেছিলে, মাথায় গোবর, অ-দরকারী লম্বা, চেহারা কালো!
গোবর মাথায় এইটুকু বুঝি, তোমার বরের চেয়েও আছি ভালো।

—————

চাঁদ
———
সেদিন তুমি ঘুমিয়েছিলে, আগুন লেগেছিলো চাঁদে আকাশ ফুঁড়ে,
ভালো হয়েছে ঘুমিয়েছিলে, ভালোবাসলে দু’জনেই যেতাম পুড়ে।

——————————

করোনা ভাইরাস
————————
চারিদিক করোনা ভাইরাস, সবাই ঘরে ঘরে বন্দী,
মানুষ মরছে, মানুষ কমছে, নতুন জন্মেরও চলছে বিশাল ফন্দী।
———————————

ঠোঁট
———
আয়না দেখে নিজেকেই ভালোবাসো, আয়না কিন্তু ঠোঁট ছাড়া,
আমায় শুধু ডেকে দেখো, আমার ঠোঁট এক পায়ে খাড়া।
———————
রশিদ হারুন
২০/০৩/২০২০