কবি রশিদ হারুন
কবি তুমি
খুব সহজেই ভালোবেসে ফেলো ,
খুব সহজেই সব ভুলে যাও ,
খুব সহজেই সব ছুড়ে ফেলো,
খুব সহজেই দখল চাও সব কিছুর ,
খুব সহজে দখল দিয়ে দাও সব কিছুর,
খুব সহজেই তুমি মোমের মত গলে যাও।

কবি তুমি-
পুরুষ,
তুমি খুব সহজেই আবোলতাবোল হয়ে যাও।


রশিদ হারুন
২৮/০৬/২০১৭