অনলাইন ডেস্ক :
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেসে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান মিজানুর রহমান (৪০) নামে এক গার্মেন্ট শ্রমিক। এসময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গণপিটুনি দিয়ে মিজানুরকে পুলিশে দেয়।
রোববার (৬ অক্টোবর) রাতে ফতুল্লার শিল্পাঞ্চল বিসিকের দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মিজান ঠাকুরগাঁও জেলার রাণীশংকর থানার দক্ষিণ হারিয়া গ্রামের হজরত আলীর ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বাংলানিউজকে বলেন, মিজানুর রহমান বিসিকের কোনো এক গার্মেন্টে চাকরি করেন ও সহকর্মীদের সঙ্গে মেসে থাকেন। পূর্বপরিচয় ধরে রাতে এক তরুণীকে গার্মেন্টে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেসে ডেকে আনেন তিনি। এরপর ধর্ষণের চেষ্টা চালালে চিৎকার করেন ওই তরুণী। এতে আশপাশের লোকজন এসে মিজানকে গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
বাংলাপোস্ট২৪ /জামিল
সূত্র :বাংলানিউজ২৪
সংবাদ কর্মী /প্রতিনিধি নিয়োগ :
[প্রিয় পাঠক,
http://banglapost24.news/ বাংলাপোস্ট২৪ অনলাইন বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার চারপাশের নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন news.banglapost24@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]আগ্রহী সাংবাদিক বন্ধুরা বায়োডাটাসহ ইমেইল করুন:
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
বাংলাপোস্ট২৪.নিউজ
ই-মেইল : news.banglapost24@gmail.com
নিউজ রুম নাম্বার : +88 01707078613 (WhatsApp), +88 01316263461 (Call)