অনলাইন ডেস্ক :

যুক্তরাজ্যে আগামী ১২ই ডিসেম্বর সাধারণ নির্বাচন আয়োজনের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট।

বেক্সিট ইস্যুতে টানা কয়েকমাসের টানাপড়েনের পর মঙ্গলবার আগাম নির্বাচনের পক্ষে ঐক্যমতে পৌঁছেছেন পার্লামেন্ট সদস্যরা ।

ব্রিটিশ সরকারের প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৪৩৮টি আর বিপক্ষে ভোট দিয়েছেন ২০জন।

১৯২৩ সালের পর এই প্রথমবার যুক্তরাজ্যে ডিসেম্বর মাসে সাধারণ নির্বাচন হতে চলেছে।

দেশটিতে ২০১৭ সালে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

তবে বিলটি এখনো লর্ড সভায় অনুমোদন হওয়ার বাকি রয়েছে।

এ সপ্তাহের শেষের দিকেই এটি আইনে পরিণত হতে পারে।

আর তা হলে নির্বাচনী প্রচারণার জন্য বাকি থাকবে মাত্র পাঁচ সপ্তাহ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, দেশের জনগণের ব্রেক্সিট এবং দেশের ভবিষ্যৎ বিষয়ে মতামত দেয়ার অধিকার রয়েছে।

মি. জনসন আশা করছেন যে, বেক্সিট চুক্তি এবং বর্তমান পার্লামেন্টে অচলাবস্থা নিরসনে তাকে নতুন করে ম্যান্ডেট এনে দেবে নির্বাচন, যে ব্রেক্সিটের জন্য ৩১শে জানুয়ারি পর্যন্ত এখন সময় পেয়েছে যুক্তরাজ্য।

বাংলাদেশ সময় :৭০৪ ঘন্টা ,৩০অক্টোবর ১৯
বাংলাপোস্ট২৪/ জামিল