সাব-ইন্সপেক্টর খায়ের উদ্দিন ভূইয়াঁ পেশাগত দায়িক্তে নিজেকে সর্বদা বাইরে থাকতে হচ্ছে,মানুষের নিরাপত্তার জন্য।এতে তার মা চিন্তিত ছেলের জন্য সব কিছু ছেড়ে বাড়ি চলে যেতে বলে । মাকে সান্তনা দেয়ার মতো কোনো ভাষা তারকাছে নাই। তাই নিজেকে সান্তনা দিয়ে সামাজিক মাদ্ধমে আজকে এক আবেগঘন স্টেটাস দেন। ইদানীং আম্মা আমাকে নিয়ে বেশি চিন্তা করে। আম্মা ভয়ে থাকে কখন যে আমি করোনায় আক্রান্ত হয়ে যায়।
আম্মা বলে “ফুত তুই এই চাকরি কিল্লিগ্গা নিছত” তখন আম্মাকে শান্তনা দেয় যে, আম্মা তুমি চিন্তা কইর না আমার কিছু হবে না। আর মনে মনে বলি, আম্মা তোমার মত হাজারো মাকে নিরাপদ এ রাখার জন্যই তো আমি পুলিশের চাকরিতে ইচ্ছাকৃতভাবে আসছি। ভালোবাসি পুলিশিং করতে, ভালোবাসি মানুষের উপকার করতে । এভাবে হাজারো পুলিশ ,ডাক্তার সহ যারা আমাদের নিরাপত্তার জন্য জীবনের ঝুঁকি নিয়ে বাইরে আছেন আমরা তাদের স্যালুট জানাই ।