অনলাইন ডেস্ক :
দীর্ঘ প্রতীক্ষার পর মহামান্য রাষ্ট্রপতির তারিখ নির্ধারণ সাপেক্ষে আগামী বছরের জানুয়ারিতে(সম্ভাব্য) অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সূত্রে জানা যায়, সমাবর্তনে ২০০১-০২ সেশন থেকে শুরু করে ২০১০-১১ সেশনে পাশ করা শিক্ষার্থীরা(স্নাতক/সমমান/বিএসসি,নার্সিং/গ্র‍্যাজুয়েট) অংশ নিতে পারবে। এরমধ্যে যারা ২০০৫-২০১৪ পর্যন্ত উত্তীর্ণ হয়েছে তাদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫০০০টাকা।

স্নাতকোত্তরদের মধ্যে ২০০২-০৩ থেকে ২০১০-১১ পর্যন্ত শিক্ষার্থীরা ৫৫০০ টাকা ফি’তে রেজিস্ট্রেশন করতে পারবে।

এছাড়াও এমবিবিএস/বিডিএস/এমফিল/পিএইচডি ডিগ্রীধারীরা ২০০২-০৩ থেকে ২০১০-১১ পর্যন্ত সেশনে যাদের পরীক্ষা ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত উত্তীর্ণ হয়েছে তারা রেজিস্ট্রেশন করতে পারবে। এক্ষেত্রে তাদেরজন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয় ৬০০০ টাকা।

সমাবর্তনে অংশগ্রহণেচ্ছুকদেরকে Amex/Master/Visa Debit/Cradit কার্ড Bkash/Rocket/Ucash/Nexus Pay app অথবা সোনালী ব্যাংকের account এর মাধ্যমে অনলাইনে website: convocation.sust.edu তে ফি পরিশোধ করে রেজিস্ট্রেশন করতে হবে বলে জানা যায়।

সূত্রে আরও জানা যায়, একাধিক ডিগ্রীধারী গ্র‍্যাজুয়েটগণ যেকোনো একটির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অন্যান্য ডিগ্রীর জন্য অনলাইনে নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে সমাবর্তনের সময় সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে।
অনলাইনে ফরম পূরণ নির্দেশনাঃ রেজিস্ট্রেশনের জন্য website: convocation.sust.edu তে প্রবেশ করে ফি প্রদানের পর ৩০০*৪০০ পিক্সেলের ছবি ও সাময়িক সনদ/সনদসমূহের স্ক্যান করা কপি আপলোড করতে হবে। তবে যারা সাময়িক সনদপত্র গ্রহণ করেনি তাদের জন্য ক্লিয়ারেন্স এর কপি আপলোড করা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন করা যাবে ০১লা অক্টোবর ২০১৯ থেকে ৩০ অক্টোবর ২০১৯ রাত ১২টা পর্যন্ত।

এছাড়া বাকি সেশনের শিক্ষার্থীদের জন্য আগামী বছরের শুরুর দিকে আরও একটি সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সমাবর্তনের কমিটি গঠনের বিষয়ে জানা যায়, তৃতীয় সমাবর্তন উদযাপন উপলক্ষে একটি মূল কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে সভাপতি ও রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেনকে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট মূল কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, ১৯৯১ সালে ১৩ ফেব্রুয়ারি ৩২০ একরের ওপর দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৯৯৮ সালের ২৯ এপ্রিল ও দ্বিতীয় সমাবর্তন দীর্ঘ ৯ বছর পর ২০০৭ সালের ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ ১২ বছরে আর কোনও সমাবর্তন পাননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাংলাপোস্ট২৪ /জামিল

সংবাদ কর্মী /প্রতিনিধি নিয়োগ :

[প্রিয় পাঠক,
http://banglapost24.news/ বাংলাপোস্ট২৪ অনলাইন বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার চারপাশের নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন news.banglapost24@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]আগ্রহী সাংবাদিক বন্ধুরা বায়োডাটাসহ ইমেইল করুন:
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
বাংলাপোস্ট২৪.নিউজ
ই-মেইল : news.banglapost24@gmail.com
নিউজ রুম নাম্বার : +88 01707078613 (WhatsApp), +88 01316263461 (Call)