চীন দেশেতে জন্ম আমার
করোনা আমার নাম,
দেশে দেশে ঘুরে বেড়াই
এইতো আমার কাম।
উড়ো জাহাজ দেশ বিদেশে
আমায় বহন করে,
এক নিমিষেই যেতে পারি
সবার ঘরে ঘরে।
পাসপোর্ট ভিসা লাগেনা মোর
লাগেনা বোডিং কার্ড,
আমায় পারেনা ঠেকাতে কোন
বিমান বন্দরের গার্ড।
অতি ক্ষুদ্র ভাইরাস আমি
খালি চোখে যায়না দেখা মোরে,
তবুও সবাই পালিয়ে বেড়ায়
শুধু আমার ডরে।
আমার ভয়ে বিশ্বে এখন
ঘুরেনা গাড়ির চাকা,
লঞ্চ ঘাট রেল বাস স্টেশন
পৃথিবীর সব বিমান বন্দর ফাঁকা।
আমার ভয়ে গৃহবন্দি এখন
গোটা জগৎবাসী,
দেখায় ডাক্তার দিলে দেখা
জ্বর ব্যাথা হাঁচি কাশি।
আক্রান্ত হয় যদি কোন মানুষ
কখনো আমার দ্বারা,
দারুন কষ্ট লাগে মোর তখন
যখন মারা যায় তারা।
আমার নির্দয় থাবা থেকে
পড়েনি কেউ বাদ,
ডাক্তার নার্স কোচ প্লেয়ার
পেয়েছে মৃত্যুর স্বাদ।
পারমানবিক বোমা নই আমি
নই কোন ক্ষেপনাস্ত্র,
আমার কাছে অচল বিশ্বের
সকল অস্ত্র-শস্ত্র।
শক্তিধর যত রাষ্ট্রগুলোতে
দিয়েছি আমি হানা,
তাদের সকল শক্তি আমি
করেছি ফানা ফানা।
বাংলাদেশেও এসেছি আমি
মানি নাই কোন হুংকার,
তবে দেখেছি তারা কত দূর্বার
নয়তো এ জাতি মাথা নোয়াবার।
আমাকে নিধন করার তরে
বিশ্বব্যাপী চলছে গবেষণা,
মেনে চলো সবাই স্বাস্থ্য বিষয়ক
রাষ্ট্রীয় যত আছে নির্দেশনা।
দুদিনের দুনিয়ার মোহে পড়ে মানুষ
করে যে কত খেলা,
পশ্চিমে তাকাইয়া দেখেনা কভূ
ডুবে যাচ্ছে যে বেলা।
ভাল হও হে মানব জাতি!
এখনো সময় আছে,
মরার পরে যেতে হবে তোমার
প্রভূ মাওলার কাছে।
করিওনা কোন দুর্নীতি
জুলুম অত্যাচার,
হও সাবধান র’লো আহবান
আমি করোনা’র।
মোহাম্মদ আবদুল কাদের
রচনাকাল : ২৮-০৩-২০২০খ্রি.
বেলাঃ ১১ টা।