নিজস্ব প্রতিবেদক

ঢাকা : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় একটি চিত্রপ্রদর্শনীর প্রস্তুতি নেওয়া হয় l শিল্পী আবু লায়েছ নিক্সনের আঁকা এই বৃহৎ প্রতিকৃতির শিরোনামঃ” বঙ্গবন্ধু ও স্বাধীনতা ” l বগুড়ায় হাতে আঁকা আজ পর্যন্ত এটিই বঙ্গবন্ধু’র সবচেয়ে বৃহৎ রঙ্গীন প্রতিকৃতি l এই চিত্রকর্মটি একশো বর্গফুট মাপের এবং একশোটি ক্যানভাস ব্যবহার করে Acrylic মাধ্যমে আঁকা l একশো বর্গাকৃতির একশোটি ক্যানভাস হলো বঙ্গবন্ধুর শত জন্ম বার্ষিকীর প্রতীক l বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে 2020 সালের পর আর কখনও বর্গাকৃতির একশোটি ক্যানভাস একসাথে মিলকরে একটি বর্গাকৃতির প্রতিকৃতি আঁকার সুযোগ আসবে না , তাই বলা যায় সব মিলিয়ে চিত্রটি সময় উপযোগী l তবে , যেহেতু সমগ্র বিশ্বে আতঙ্ক ছড়িয়ে করোনা ভাইরাস প্রবেশ করেছে বাংলাদেশে ,তাই দেশের এই পরিস্হিতিতে চিত্রটি প্রদর্শন করা যাচ্ছে না l সৃষ্টিকর্তা সকলের প্রতি সদয় হোক, পরিস্থিতি স্বাভাবিক হলে ছবিটি প্রদর্শন করা হবে l

বাংলাদেশ সময় : ১০৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০