এমএম নাছির,বাংলাপোস্ট২৪
একটু একটু করে শীত নামছে। শীত নামার সাথে সাথে ক্যাম্পাসের বিভিন্ন ফেসবুক পেজে আসছে শীতের কাপড়ের বাহারী বিজ্ঞাপন। সাস্ট লোগো আর ক্যাম্পাসের বিভিন্ন স্থাপত্য দিয়ে শৈল্পিক ডিজানের হুডির বিজ্ঞাপনই বেশী চোখে পড়ছে।
বিভিন্ন বর্ষের ছাত্ররাই মূলত এই হুডির উদ্যোক্তা। আছে প্রাক্তন ছাত্রদেরো বিভিন্ন উদ্যোগ। তেমনই একজন সাবেক সাস্টিয়ান এবং ক্যাম্পাসের জনপ্রিয় মুখ খোরশিদ আলম হিটু। তিনি এবার নিয়ে এসেছেন প্রিমিয়াম ব্র্যান্ডের হুডি। যা ক্যাম্পাসে আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে। গতবারের বিভিন্ন হুডি নিয়ে ছাত্রদের অসন্তোষের প্রেক্ষিতে এবং ভাল কাপড়ের হুডি সরবরাহ করার উদ্দেশ্যেই তার এই উদ্যোগ বলে জানা যায়। এছাড়াও আছেন হাবিব ভাই নামের একজন তরুন ছাত্র উদ্যোক্তা যিনি এই হুডি ব্যবসাকে জনপ্রিয় করে তোলেছেন ক্যাম্পাসে।
এই হুডির বিজ্ঞাপনে কেউ হচ্ছেন বিরক্ত আবার কেউ কেউ অনুপ্রেরণাও দিচ্ছেন। উদ্যোক্তারা জানান ক্যাম্পাসে এই হুডির রয়েছে ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তা। ইতিমধ্যে ছাত্রদের মাঝে তা ব্যাপক সারা ও ফেলেছে।