শ্রমিক মজলিস ঢাকা জেলা দক্ষিণ কতৃক আজ কেরানীগঞ্জে এক সাধারণ সভা ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান। মু. অহিদুল ইসলামকে সভাপতি ও মু. তানভিরকে সেক্রেটারি করে ঢাকা জেলা দক্ষিণের কমিটি গঠন করা হয়। এ সময় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একমত হয়ে ১০ জন বিভিন্ন পেশার শ্রমিক ভাই সংগঠনে যোগদান করেন।