বাংলাপোস্ট২৪:
বাংলাদেশের করোনাভাইরাসের কারণে জাতীয় মসজিদে ভিন্ন পরিবেশে তারাবির নামাজ আদায় করলেন মুসল্লিরা

পাকিস্তান
পাকিস্তান সরকার করোনা সংক্রমণ ঠেকাতে বাসায় নামাজ পড়ার আহ্বান জানালেও দেশটির বেশ কয়েকজন প্রভাবশালী ইমাম মুসল্লিদের মসজিদে আসার আহ্বান জানিয়েছেন৷ বেশকিছু এলাকায় মসজিদে যাওয়া নিয়ে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে৷ শেষ পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখাসহ ২০টি নিয়ম মানার শর্তে মসজিদ খোলার অনুমতি দিয়েছে দেশটির সরকার৷

ফিলিস্তিন
ফিলিস্তিনে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়নি৷ তবে জরুরি কাজ ছাড়া বাইরে বের না হতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে উৎসাহিত করা হচ্ছে জনগণকে৷ ছবিতে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী পোশাক পরে ঢোল বাজাচ্ছেন দুজন৷ জনগণকে জাগিয়ে তোলা হচ্ছে সেহরির সময় জানানোর জন্য৷

আফগানিস্তান
আফগান সরকার দরিদ্রদের জন্য আটা সরবরাহ করছে৷ ত্রাণ নেয়ার জন্য দূরত্ব বজায় রেখে অপেক্ষা করতে দেখা যাচ্ছে আফগানদের৷ আফগান সরকার করোনা ও রমজানের সময়ে তালিবানের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা নাকচ করে দিয়েছে জঙ্গি গোষ্ঠীটি৷

ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়াতে রমজানে বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে৷ এমনকি ঈদের ছুটিতেও শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট৷ ছবিতে দেখা যাচ্ছে পূর্ব জাভার সুরাবাইয়ায় টেলিস্কোপে চাঁদ দেখার জন্য জড়ো হয়েছেন চাঁদ দেখা কমিটির কর্মকর্তারা৷

সাউথ আফ্রিকা
দেশটিতে করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে৷ কিন্তু চাঁদ দেখার পর রমজান মাসের শুরুর দিনে অনেককেই নামাজ পড়তে একসঙ্গে জড়ো হতে দেখা গেছে৷

সোমালিয়া
দেশটিতে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে৷ রমজান মাসে মানুষের মেলামেশা বেড়ে যাওয়ায় সংক্রমণ আরো ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে৷ বড় জমায়েত ঠেকাতে সন্ধ্যার পর থেকে কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার৷

মিশর
রমজান উপলক্ষ্যে বিধিনিষেধ কিছুটা শিথল করার ঘোষণা দিয়েছে মিশর সরকার৷ শপিং মল এবং দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে৷ কিন্তু বিকেল পাঁচটার মধ্য়ে তা বন্ধ করে দিতে হবে৷ সন্ধ্যার কারফিউ শুরুর সময় ৮টা থেকে একঘণ্টা পিছিয়ে ৯টা করা হয়েছে৷ ছবিতে দেখা যাচ্ছে দরিদ্রদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন একদল স্বেচ্ছাসেবক৷ আফ্রিকা মহাদেশে প্রথম করোনা সংক্রমণ ঘটে মিশরেই৷

জার্মানি
জার্মানিতে রমজান মাসের জন্য আলাদা কোনো বিধিনিষেধ আরোপ বা শিথিল করা হয়নি৷ তবে অন্য সব ধর্মীয় স্থাপনার মতো মসজিদে জামাতে নামাজ আদায়ও বন্ধ রয়েছে৷ ছোট দোকানপাট এখনই খোলা রয়েছে৷ ৪ মে থেকে নিষেধাজ্ঞা আরো শিথিল করা হবে৷ তবে বড় কোনো জমায়েতের ওপর নিষেধাজ্ঞা থাকছে আগের মতোই৷
সূত্র:ডয়চে ভেলে