স্টাফ রিপোর্টার
বৈম্যবিষরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের ভূখণ্ড বিভাজনের জন্য দেশ ও বিদেশে বিভিন্ন রকম ষড়যন্ত্র করা হচ্ছে। এই বিভাজনের বিপক্ষে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাহাড়ের ভাই-বোনদের প্রতি আহ্বান থাকবে বিদেশি পৃষ্ঠপোষ্যের ফাঁদে আপনারা পা দেবেন না। আমাদের মতপার্থক্য সমাধান করার জন্য গোলটেবিলের আলোচনা উন্মুক্ত রয়েছে। আলোচনার মাধ্যমেই আমরা সমাধানের পথ খুঁজব।

বুধবার (১৫ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গাসহ অন্যান্য আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, জুলাই অভ্যুত্থানের মাত্র পাঁচ মাসের মাথায় আমরা দেখছি শেখ হাসিনার আমলে যে ধরণের ট্যাগিংয়ের রাজনীতি হতো, নিজেরা হামলা করে নিজেরা আহতের ভান ধরতো একইভাবে আজও নাটক রচনা হলো। বাংলাদেশে জাতিগত শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে হামলার মতো ঘৃণ্য কোনো কর্মকাণ্ড যেন বাস্তবায়ন করতে না পারে সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নিতে আহ্বানও জানিয়েছেন তিনি।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আজকের এই হামলা অন্তর্বর্তী সরকারসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন প্রশাসনের সীমাবদ্ধতাকে নির্দেশ করে। দুই সংগঠনের একই জায়গায় প্রোগ্রাম হচ্ছে এটা দেশের গোয়েন্দা সংস্থাকে আগে থেকেই জানা উচিত ছিল এবং সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিলো।