অনলাইন ডেস্ক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন রমনা থানার সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ের চারপাশে বিশাল জলাবদ্ধতা এবং রাস্তার ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকান গড়ে উঠায় এলাকার জনগণের চলাচলে দুর্ভোগ চরমে।
সামান্য বৃষ্টিতেই রমনা থানার অন্তর্গত সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ের সামনে ও চারপাশে অনেক জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় এলাকাবাসী ও পথচারীদের অনেক দূর্ভোগ পোহাতে হচ্ছে বছরের পর বছর ধরে।

উপরন্ত রাস্তার জায়গায় ও পথচারীদের ফুটপাতের ওপর অবৈধভাবে কিছু হকার ও দোকান স্থাপনা রয়েছে। সাধারণ জনগনের কাছ থেকে জানা যায় এলাকার কিছু সন্ত্রাসী যুবলীগের পরিচয় দিয়ে মানুষকে ভয় ভীতি দেখিয়ে এসব দোকান স্থাপনা করেছে এবং দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করে।

কেউ কিছু বলতে গেলে হত্যার হুমকি দিয়ে থাকে। এসব উচ্ছিষ্ট হকার দোকানের জন্য রাস্তা দিয়ে চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জনগন এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানায়। বাংলাপোস্ট২৪ /জাই