তুমি পথ আমি সেথা পথিক-
তুমি ফুল আমি তৃষ্ণার্ত ভ্রমর –
তুমি বাল্মীকি আমি তার কথাকলি-
তুমি সূর্য আমি তাতে উদ্ভাসিত চাঁদ-
তুমি মেঘ আমি যার ঝড়া বৃষ্টি-
তুমি অভিমান আমি সেথা অনুরাগ –
তুমি রাধা আমি তাঁর কৃষ্ণ-
তুমি অনন্যা আমি প্রেমের বন্যা –
তুমি হৃদয় আমি তার আত্মা –
তুমি ঘুম আমি আচ্ছন্ন স্বপ্ন-
তুমি আকাশ আমি ভাসমান তাঁরা-
তুমি কল্পনা আমি তার আলাপন –
তুমি নয়ন আমি যার সদৃশ ভ্রূ-
তুমি ঠোঁট আমি সেথা রাঙ্গা হাসি –
তুমি বিজয়ী আমি তাই সর্বস্বান্ত –
তুমি আঁধারে আলো আমি আলোকিত-
তুমি বাঁশী আমি তাতে তুলি সুর-
তুমি ঘরনী আমার গড়া ঘর-
তুমি মোহনা আমি দুরন্ত নদী-
তুমি কন্ঠ আমি তাতে কথা –
তুমি ছন্দ আমি লিখি কবিতা –
তুমি রংতুলি আমি পটের চিত্র-
তুমি অধরা আমি দূরের মেল-বন্ধন-
তুমি রঙিন আমি পাশেই সাদাকালো-
তুমি সব আমি তোমার সর্বদা ।।

লেখক :ড .মোঃ নিজাম উদ্দিন
অধ্যাপক .শাবিপ্রবি