বাংলাপোস্ট২৪ ডেস্ক:
বলছি ,মোঃ আবু লায়েছ নিক্সন এর কথা , জন্ম ১৯৮২ সালের ১৬ ই ডিসেম্বর বগুড়া জেলার সারিয়াকান্দিতে । তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় ২০০১সালে উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে রাজশাহী আর্ট কলেজে প্রি – ডিগ্রীতে BFA Pre Degree তে ভর্তি হন । সেখানে সাফল্যের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সবগুলো কলেজের ফলাফলে প্রথম বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন । পরবর্তীতে একই প্রতিষ্ঠান থেকে ড্রইং এন্ড পেইন্টিং বিভাগ থেকে স্নাতক পাস করেন । সেখানেও দেশের সবগুলো আর্ট কলেজের মধ্যে স্নাতক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন ।
পরবর্তীতে UODA ইউনিভার্সিটির চারুকলা অনুষদে অঙ্কন ও চিত্রায়ন বিভাগে স্নাতকোত্তর এ অধ্যায়ন করেন এপর্যন্ত দেশে বিদেশে ১৪ টি গ্রুপ আর্ট এক্সিবিশন ও একটি একক চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছে । এর মধ্যে একটি আন্তর্জাতিক পুরস্কার সহ মোট ৭ টি একাডেমিক পুরস্কার অর্জন করেন”বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্নজীবনী ‘নানান আলোয় নানান স্বরে” -২ এর ২৫ টি ছবি তার আকা,
এ ছাড়া গনভবনের জন্য নিক্সন এর হাতে আঁকা ২ ছবি মনোনয়ন পেয়েছে । বর্তমানে তিনি বিয়াম মডেল স্কুল ও কলেজে চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন ।
বাংলাদেশ সময় :৬৪৪ঘন্টা ,২৯ অক্টোবর ১৯
বাংলাপোস্ট২৪/ কবি হারুন রাশিদ