অনলাইন ডেস্ক :
এইতো কিছুদিন আগে কাশ্মীর ইস্যুতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছিলেন পাকিস্তানি পপ গায়িকা রাবি পিরজাদা। সপ্তাহান্তে তার বেশকিছু অশালীন ছবি ও ভিডিও প্রকাশ হয় সামাজিক মাধ্যম টুইটারে।
যদিও গত বৃহস্পতিবার মধ্যরাতেই টুইটার কর্তৃপক্ষ ছবি ও ভিডিওগুলো সরিয়ে দেয়। তবে রিটুইটের কারণে ভাইরাল হয়েছে সেগুলো।
জানা গেছে, বৃহস্পতিবার পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে বিবাদে জড়ান রাবি। পরে মধ্যরাতেই তার ঘনিষ্ঠ, খোলামেলা ও অর্ধনগ্ন ছবি এবং ভিডিও টুইটারে প্রকাশ পায়। এরপরই সেগুলো ভাইরাল হতে থাকে টুইটারে।
ঘটনার পর পরই পাকিস্তানি নেটিজেনরা রাবি পিরজাদায় এসব ছবি ও ভিডিও নিয়ে সমালোচনার ঝড় তোলেন। অবশ্য, এ ঘটনায় সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরকেও দোষী বলতে দ্বিধা করেননি তারা।
এর আগে কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা নিয়ে নিজের শরীরে আরডিএস বেঁধে নরেন্দ্র মোদিকে উড়িয়ে দেওয়ার হুমকি দেন রাবি। তাকে ‘হিটলার’ বলেও টুইট করেন এই পপ শিল্পী। শুধু তাই নয় মোদিকে সাপ ও কুমিরে খাইয়ে মারারও কথা বলেন তিনি। এ কারণে রাবির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষিত ধারায় মামলা দায়ের ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে লাহোর কোর্ট।
বাংলাদেশ সময় :৮২৪ঘন্টা ,০৪নভেম্বর ১৯
বাংলাপোস্ট২৪/ জামিল
সূত্র: আমাদের সময়