নিজস্ব প্রতিবেদক
ঢাকা : ডাক্তার মাসুমা আক্তার রুমার জন্মদিন বুধবার (২৭ নভেম্বর)। জন্মদিন উপলক্ষে সকলের দোয়া কামনা করেছেন এই চিকিৎসক। তিনি রাজধানীর নিকেতনে রোদসী ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।
ডা: মাসুমার জন্মদিন উপলক্ষে কবিতা লিখেছেন তার স্বামী কবি রশিদ হারুন। তার কবিতা হুবহু তুলে ধরা হলো,
রুমা,
তুমি বোধহয় কখনো খেয়ালই করোনি
কোন এক ঘোরলাগায়।
আমার প্রথম প্রেমের চিঠিতে দু’টি বানান ভুল ছিলো।
‘প্রিয়’ বানান ভুল করে ‘প্রীয়’ লিখেছিলাম,
‘ভালোবাসি’ লিখতে গিয়ে ‘ভালবাসি’ লিখেছিলাম,
আমার আর কি দোষ,
যার রাঁধতে গেলেই ভাত পুড়ে যায়
তারতো বানান ভুল হবেই।
শুভ জন্মদিন আমার ভালোবাসা Masuma Akter Ruma
রুমা তোমার জন্য আমার
“ভালোইতো লাগছে সাতচল্লিশের এই মধ্য বয়স্ক জীবন।
আহা জীবন,
চলো আমরা হেটে আসি আরো সাতচল্লিশ কোটি বছর”
বাংলাদেশ সময় : ০৯২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
টিএম/