অনলাইন ডেস্ক :শাবিপ্রবি বিজ্ঞান ও প্রযুত্তি বিশ্ববিদ্যালয় তথা সাস্টিয়ান (সাবেক ও বর্তমান) এর ভালোবাসা আর ভালোলাগার মিশ্রিত আবেগের সংগঠন সাস্ট ক্লাব লিমিটেড এর সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের সময় ১৫ অক্টোবর ২০১৯ পর্যন্ত বাড়ানো হয়েছে গত ২৭ সেপ্টেম্বর ২০১৯ রোজ শুক্রবার ক্লাবের সভা কক্ষে কমিটির ৫ম সভায় ক্লাব সদস্যদের অনুরোধের পরিপেক্ষিতে ক্লাবের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের সময়সীমা বাড়ানোর এ সিদ্ধান্ত গৃহীত হয় । যারা এখনো ক্লাবের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ হতে পারেন নাই সবাইকে ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে । ক্লাবের সভাপতি জনাব কামরুল ইসলাম বলেন সাস্ট ক্লাব ইতিমধ্যে সকল সাস্টিয়ান এর হৃদয়ের গহীণে স্থান করে নিয়েছে। হাজারো সাস্টিয়ান (সাবেক ও বর্তমান) এর ভালোবাসা আর ভালোলাগার মিশ্রিত আবেগের নাম। এতোদিন পর্যন্ত সাস্টিয়ানদের কোনো ধরনের অফিসিয়াল প্লাটফর্ম না থাকার পরও আমরা অনেক সংঘবদ্ধ, অনেক সংগঠিত। অনেক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে ইতিমধ্যে সাস্টিয়ান অনুভুতি পেয়েছে অন্য মাত্রা। প্রতিষ্ঠার প্রায় ২৯ বছর পর আমরা পেয়েছি আমাদের সকলের ভালোলাগা আর ভালোবাসার কেন্দ্রবিন্দু, যা হয়ে উঠবে সকলের প্রিয় “সাস্ট ক্লাব”। একমাত্র সৎ চিন্তা আর স্বপ্নই সাস্ট ক্লাবকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে- ইন্শাআল্লাহ।
সকলের সম্মিলিত চেষ্টায় সাস্ট ক্লাব যেন হয় -একটি মানবিক সংগঠন। দৃষ্টান্ত স্থাপন করুক-আমাদের সাস্ট ক্লাব।
বাংলাপোস্ট২৪ /জামিল