নিজস্ব প্রতিবেদক:
ঢাকা : সরকারি জমি-খাল দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও কাবিখার অর্থ অাত্মসাৎসহ অনিয়মের অভিযোগের শেষ নেই কিশোরগঞ্জের ল তাড়াইল উপজলোর ধলা ইউনয়িন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মবিনের বিরুদ্ধে। অতীতে বিএনপি করলেও বর্তমানে নিজেকে জাতীয় পার্টির নেতা পরিচয় দিয়ে বেড়ান তিনি। সম্প্রতি নানা অভিযোগ এনে চেয়ারম্যান মবিনের বিচার চেয়ে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।
তেউরিয়া গ্রামবাসীর পক্ষে দেয়া ওই স্মারকলিপিতে বলা হয়, কোনো ধরনের কারণ ছাড়াই অসৎ উদ্দেশ্যে মসজিদের বিদ্যমান কমিটি ভেঙে দিয়ে নিজেকে সভাপতি করে নতুন কমিটি গঠন করে চেয়ারম্যান মবিন। গরিব অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত সাহায্য সামগ্রী বিতরণ না করে বিক্রি করে র্অথ আত্মসাৎ, ইউনিয়নের উন্নয়ন
প্রকল্প যথাযথ বাস্তবায়ন না করে র্অথ লুট জরা চেয়ারম্যানের চরিত্র হয়ে দাড়িয়েছে।
এতে অারো বলা হয়, তেউরিয়া মোড়ের বাজার হতে মসজিদ পর্যন্ত রাস্তার পাশের সরকারি জমি অবৈধ ভাবে দখল করে আসাদুজ্জামান মবিন বেশ কয়েকটি দোকান ঘর নির্মাণ করে ভাড়া আদায় করে থাকে। সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়নের সকল জমি ক্রয়- বিক্রয়ের ক্ষেত্রে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে সম্পাদিত সকল দলিলের ১ শতাংশ ইউনিয়ন পরিষদের অনুকূলে সরকারি কোষাগারে জমা দেয়ার কথা থাকলেও জমা না দিয়ে নিজে অবৈধ ভাবে আত্মসাৎ করেছেন চেয়ারম্যান। ২০১১ সালের ১৪ অাগস্ট থেকে বর্তমান সময়ের এ সংক্রান্ত লেনদেন পরীক্ষা করে দেখলেই অর্থ আত্মসাৎ এর প্রমাণ পাওয়া যাবে।
স্মারকলিপিতে বলা হয়, ধলা ইউনিয়নের কাউয়াখালি হতে বন্যি নদী পর্যন্ত খননকৃত খালের বাগপারা- তেউরিয়া মোড়ের বাজার অংশে ও পুবের বাড়ি- বন্যি নদী অংশে উপজেলা নির্বাহী কর্মকর্তার যথাযথ অনুমতি ছাড়াই চেয়ারম্যান আসাদুজ্জামান মবিনের মদদে আখলাখুল গং খাল দখল করে অবৈধ ভাবে মাছ চাষ করছে, যার ফলে সরকার যেমন প্রাপ্ত রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে।
এছাড়াও চেয়ারম্যান আসাদুজ্জামান মবিনের চাচা সাইদুল, ভাতিজা স্বপন ( চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্র ও মাদক মামলায় বিভিন্ন সময় গ্রেফতারকৃত ) ও আখলাকুল ( তার ভাই কয়েকদিন আগে মাদকসহ কেন্দুয়া উপজেলায় গ্রেফতার হয়েছে) গং দের ব্যবহার করে ধলা ইউনিয়নের বিভিন্ন জায়গায় বিশেষ করে তেউরিয়া মোড়ের বাজারে অবৈধভাবে জুয়ার আসর পরিচালনাসহ ইয়াবা ও গাঁজার মত নিষিদ্ধ মাদকের ব্যবসা পরিচালনা করে। এর ফলে এলাকার বিভিন্ন বয়সের মানুষ বিপথগামী হচ্ছে।
এ ব্যাপারে ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাসাদুজ্জামান মবিনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনে ফোন কেটে দেন।
বাংলাদেশ সময় : ০৮২০ ঘন্টা, ডিসেম্বর ১২,২০১৯