করোনা মহামারী প্রতিরোধে রাশিয়াকে চিকিৎসা সহায়তার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে বৈশ্বিক জ্বালানি মার্কেট নিয়েও আলোচনা করেন তিনি।
ক্রেমলিনের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে। পুতিনকে এমন এক সময় এই চিকিৎসা সহায়তার প্রস্তাব ট্রাম্প দিলেন, যখন রাশিয়ায় প্রতিদিন করোনা আক্রান্তের নতুন রেকর্ড গড়ছে।
রাশিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে বৃহস্পতিবার ১১ হাজার ২৩১ জন আক্রান্ত হয়েছেন। যা ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণের নতুন রেকর্ড।
দ্য মস্কো টাইমসের খবরে বলা হয়, এ সময়ে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাশিয়ায় সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬২৫ জনে।
করোনা বিস্তারের গতির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়ার অবস্থান। আর সংক্রমণের সংখ্যায় দেশটি এখন বিশ্বের পঞ্চম।
গত রোববার থেকেই রাশিয়ার সংক্রমণের সংখ্যা গড়ে ১০ হাজার করে বাড়ছে।
রাশিয়ার রাজধানীতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়েও তিনগুণ বেশি হবে জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সবইয়ানিন।
বৃহস্পতিবার তিনি বলেন, মস্কোতে অন্তত তিন লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আনুষ্ঠানিক হিসাবের চেয়ে যা তিনগুণেরও বেশি।
কর্তৃপক্ষ বলছেন, রুশ রাজধানীতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৬৭৬ জন। আর দেশব্যাপি সংক্রমণের সংখ্যা হবে এক লাখ ৭৭ হাজার ১৬০ জন।