অনলাইন ডেস্ক :রাজধানীর উত্তরায় এক চীনা নাগরিক পরিচালিত একটি হোস্টেল থেকে চীনা খেলা ‘মাহজং’-এর দুটি বোর্ড উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে চীনা নাগরিক কেন্ট-এর মালিকানাধীন বাণিজ্যিক আবাসিক হোস্টেলে অভিযান চালিয়ে ওই ‘মেশিন’ জব্দ করা হয়। এটা দিয়ে উত্তরা ১৩ নম্বর সেক্টরে ‘হবনব’ নামের কফি হাউজ ও রেস্তোরাঁয় ‘জুয়া খেলা হত’।

“সম্প্রতি ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে কেন্ট এগুলো সরিয়ে তার হোস্টেলে রাখে।”

তবে হবনবের চেয়ারম্যান মঈন আহেমদ চৌধুরী তাদের কফি হাউজে এই মেশিনের ব্যবহারের কথা অস্বীকার করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা সম্পূর্ণ ভুল তথ্য। এখানে এ রকম কিছু পাওয়া যায়নি। এ রকম কিছু কখনও ছিলও না।”

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা মামুন জানান, নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ২০১৮ সালের অগাস্টে ২০টি কার্টনে সাত সেট ‘মাহজং’-এর বোর্ড আমদানি করে। পরে তা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়।

“এগুলো জুয়ায় ব্যবহার ছাড়াও আমদানিকারক প্রতিষ্ঠান মিথ্যা তথ্যের মাধ্যমে প্রায় ১০ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়েছে।”

এর আগে বনানীর একটি হোটেল থেকে এ ধরনের আরেকটি বোর্ড উদ্ধার করা হয় বলে জানান মামুন।

“অন্য চারটি খুঁজে বের করার চেষ্টা চলছে।”

এ ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠান নিনাদ ট্রেড ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাপোস্ট২৪/জামিল
সূত্র: বিডি নিউজ