বান্দরবানের বাঘমারায় দুই গ্রুপের গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনায় আরো দুইজন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
পুলিশ বলছে, সকাল সাতটার কিছু আগে এই ঘটনা ঘটেছে।
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বিবিসিকে জানিয়েছেন, সকাল সাতটার দিকে ওই সংঘর্ষের খবর পেয়েছেন তারা।
“হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এখন সেখানে সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন, এবং পুলিশ ফোর্সও সেখানে রওনা দিয়েছে।”
কিন্তু দুই গ্রুপ কারা সেটি নিশ্চিত করে বলতে পারেননি পুলিশ সুপার মিজ আখতার।
বাঘমারা নামক ওই জায়গাটি বান্দরবান শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।