করোনাভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিফিংয়ের সময় হোয়াইট হাউজের সামনে গোলাগুলির ঘটনা ঘটায় তাকে নিরাপদে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস।  

সোমবার হোয়াইট হাউজের কাছে সেভেন্টিন্থ স্ট্রিট এবং পেন্সিলভানিয়া এভিনিউ নর্থওয়েস্ট সড়কে গোলাগুলি হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।  এছাড়া এক সিক্রেট সার্ভিস কর্মকর্তাসহ দুজনকে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনার পর হোয়াইট হাউজ সাময়িকভাবে লকডাউন করা হয়।

প্রত্যক্ষদর্শিরা জানায়, এসময় দুটি গুলির শব্দ শোনা যায়। প্রায় ১০ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে আবারও ব্রিফিংয়ে ফিরে আসেন ট্রাম্প। তবে হোয়াইট হাউজের নিরাপত্তা বিঘ্নিত হয় নি বলে এক টুইট বার্তায় দাবি করেছে সিক্রেট সার্ভিস।