বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষার জন্য রোববার ছয়টি আরটিপিসিআর ল্যাব চালু করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বলছে, এগুলো পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে প্রস্তুত নয় এখনো।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেছেন, ২৮শে সেপ্টেম্বর নাগাদ পূর্ণাঙ্গভাবে আরটিপিসিআর ল্যাবগুলো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করতে পারবে।
তবে, তার আগে বেশ কয়েকটি ধাপের কাজ বাকি রয়েছে।
এ বছরের অগাস্ট মাসে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ মোট ছয়টি দেশের তালিকা প্রকাশ করে ঘোষণা দেয়, ওই দেশগুলো থেকে আরব আমিরাতে যেতে ইচ্ছুক যাত্রীদের সে দেশে প্রবেশের ৪৮ ঘণ্টা এবং ছয় ঘণ্টা আগে দুই দফায় করোনাভাইরাসের দুইটি পরীক্ষার ফল হাতে নিয়ে যেতে হবে।
এই নির্দেশনার কারণে এখন বাংলাদেশে আটকে পড়েছেন প্রায় ৫০ হাজার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী।