ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি।তিনি বলেন, “প্রেসিডেন্টের সেখানে যাওয়ার কোনও পরিকল্পনা নেই। আমি আবারও বিষয়টি পুনর্ব্যক্ত করছি।”

তবে তিনি বলেছেন, প্রেসিডেন্টের পরিবর্তে সেখানে উচ্চ পর্যায়ের কোনও কর্মকর্তাকে সেখানে পাঠাতে চায় হোয়াইট হাউস। সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন অথবা প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে পাঠানো হতে পারে।

এর আগে রবিবার সিএনএন’র প্রচারিত সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলতে শোনা যায়, ‘তিনি মনে করেন জো বাইডেন কিয়েভ সফর করবেন।’

“এটি অবশ্যই তার সিদ্ধান্ত এবং নিরাপত্তা পরিস্থিতির এটি নির্ভর করে। কিন্তু আমি মনে করি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতা এবং সে কারণেই তার এখানে আসা উচিত,” বলেন জেলেনস্কি।

এদিকে, ব্রিফিংয়ে জেন সাকি আরও বলেন, যুক্তরাষ্ট্র কিয়েভে মার্কিন দূতাবাস পুনরায় খোলার আশা করেছে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সময় উল্লেখ করা হয়নি।

“এটি অবশ্যই আমাদের উদ্দেশ্য। অবশ্যই ইউক্রেনের মাটিতে কূটনৈতিক উপস্থিতি থাকা গুরুত্বপূর্ণ,” বলেন জেন সাকি। সূত্র: বিবিসি