ইউক্রেনে বিশেষ সেনা অভিযান চালানোর পর এবারই প্রথম বিদেশ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন। এই সপ্তাহেই তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নে থাকা দুটি দেশ ভ্রমণে যাচ্ছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রুশ সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম রসিয়া ওয়ান টেলিভিশন জানিয়েছে, তাজিকিস্তান ও তুর্কিমিনিস্তান সফরের পর মস্কোয় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সাথে আলোচনা করবেন পুতিন।দুশানবেতে তাজিকিস্তানের প্রেসিডেন্টে ইমোমালি রাখমনের সাথে বৈঠক করবেন পুতিন। আর আশাখাবাদে কাস্পিয়ান অঞ্চলের দেশ বিশেষ করে আজারবাইজান, কাজাখস্তান, ইরান ও তুর্কেমিনস্তানের নেতাদের সাথে বৈঠক করবেন পুতিন।
পুতিন সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে চীন সফর করেছেন। এসময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার সাথে সম্পর্কের ব্যাপারে ‘নো লিমিটস’ থিওরির কথা জানিয়েছিলেন।