বাংলাপোস্ট২৪:
ঐতিহ্য অনুযায়ী সু-সজ্জিত গাড়িতে বসিয়ে দড়ি দিয়ে গাড়ি টেনে লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা মহোদয়’কে লক্ষ্মীপুর জেলা থেকে ভালোবাসায়, শ্রদ্ধায়, অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন লক্ষ্মীপুর জেলা পুলিশের সকল সদস্যগণ।

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালনকালে জেলাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে তিনি কাজ করেছেন একাগ্রচিত্তে। পুলিশ সুপার হিসাবে যোগদান করে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড.বেনজীর আহমেদ, বিপিএম(বার) এঁর নির্দেশনায় বিভিন্ন ধরণের প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করেন যার সুফল পেয়েছে জেলার নাগরিকগণ।