বাংলাপোস্ট২৪:(মো:জামিরুল ইসলাম জামিল)
ইসলামী যুব মজলিসের উদ্যোগে আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ঢাকার ইন্জিনিয়ারস ইন্সটিটিউশনে সকাল ৯টায় ১ম জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হবে। কনভেনশন বাস্তবায়ন উপলক্ষ্যে রাজধানীর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ ফেব্রুয়ারি ২০২৪ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক ড.মোস্তাফিজুর রহমান ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আবদুল কাদের।
কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট তাওহীদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় এতে অংশগ্রহণ করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের সাধারণ সম্পাদক যথাক্রমে মো: আবুল হোসাইন ও প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এইচএম এরশাদ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কেএম ইমরান হোসাইন, আইনজীবী মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মতিউর রহমানসহ খেলাফত মজলিস, ইসলামী ছাত্র মজলিস, শ্রমিক মজলিস ও আইনজীবী মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদ, কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মো: মহিউদ্দিন জামিল, প্রিন্সিপাল হাফিজ মাওলানা আবুল হোসাইন, মুফতী শেখ শাব্বীর আহমাদ, মাওলানা ফরিদ উদ্দিন, মুহাম্মদ শাহীন, অধ্যক্ষ দেওয়ান তানজিল আহমদ, মাওলানা আজিজ উল্লাহ আহমদী, অধ্যক্ষ হাফিজ মাওলানা মুহাম্মদ সালমান, মু জামিরুল ইসলাম জামিল, হাফেজ আবু তাহের প্রমুখ।
মতবিনিময় সভায় জাতীয় যুব কনভেনশন সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে সবাই স্বতস্ফুর্ত পরামর্শ প্রদান করেন।