অনলাইন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তবে জনপ্রিয় এই অভিনেত্রীদের নিয়ে ভক্তদের চর্চার শেষ নেই। শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর শপিংমলে আদনান আল রাজীবের হাত ধরে ঘুরতে দেখা গেলো মেহজাবিনকে। উভয়ের ছবি ও ভিডিও ধারণ হয়েছে। যা রীতিমতো ভাইরাল অনলাইনে দুনিয়ায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা খোঁজ করার চেষ্টা করছেন।

নাটকের জনপ্রিয় তারকা মেহজাবিন কার সঙ্গে প্রেম করছেন? এমন প্রশ্ন হরহামেশাই করছেন ভক্তরা। এমনকি গুঞ্জন ওঠেছিল বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়েও। তবে সেসময় উভয় গণমাধ্যমকে জানিয়েছিলেন এগুলো গুজব। আসলে তা কী গুজব? নাকী গুজব বলে সত্যকেই ভক্ত থেকে আড়াল করার চেষ্টা ? এমন প্রশ্ন এখন সবার মনে। 

এতদিন মেহজাবিন ও রাজীব উভয়ের মধ্যকার সম্পর্কটাকে তারা স্রেফ বন্ধু বলেই বলে আসছেন এতদিন। তবুও তাদের সম্পর্ক নিয়ে কৌতুহলের শেষ নেই। প্রায় তাদের দু’জনকে একসঙ্গে দেখা যায়।

বাংলাপোস্ট২৪/জামিল
বাংলাদেশ সময়:১৭২৭ ঘন্টা ,১৯অক্টোবর ২০১৯