বাংলাপোস্ট ডেস্ক সিলেট :
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাহপরান থানা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে মাসব্যাপী বাল্যবিবাহ সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠান ১৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় সিলেট নগরী শিবগঞ্জ জালালাবাদ আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাহপরান থানা শাখার সভাপতি সৈয়দ আকরাম আল সাহানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়েছ আহমদ সাগরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ লালা।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোহাম্মদ লালা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ, বাল্যবিবাহের কারণে মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষতি হয়। পারিবারিক ও সামাজিক সমস্যার সৃষ্টি হয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সচেতন সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদ পত্রিকার সাহিত্য সম্পাদক মানবাধিকার কর্মী কবি নাজমুল আনসারী, দ্য লুমিনাস স্কুলের অধ্যক্ষ মানবাধিকার কর্মী সাইফুর রহমান খোকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ আইডিয়াল স্কুলের শিক্ষক আব্দুর রাজ্জাক, মানবাধিকার কর্মী সাজ্জাদ আহমদ সাজু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী আজিম উদ্দীন তুহিন, জামরুল ইসলাম, রোটারিয়ান মাহবুব ইকবাল মুন্না, আহসান হাবীব চৌধুরী, খবিরুল ইসলাম ভুইয়া (রুবেল) প্রমুখ। এছাড়াও জালালাবাদ আইডিয়াল স্কুলের ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মানবাধিকার কর্মী বদরুল ইসলাম (কামরান)
বাংলাপোস্ট২৪/সাইফ
বাংলাদেশ সময়:২৩০৪ ঘন্টা ,১৯অক্টোবর ২০১৯