বাংলাপোস্ট ডেস্ক :

শাবিপ্রবির সাবেক মেধাবী ছাত্র,সুনামগঞ্জের কৃতি সন্তান সঞ্জিত কুমার রায় (বিপিএম) , টাঙ্গাইলের পুলিশ সুপার ,ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি মনোনীত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় তাকে শ্রেষ্ঠ এসপি ঘোষণা করা হয়।
আজ ২৪/১০/২০১৯ ইং তারিখ বৃহস্পতিবার ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে টাঙ্গাইলের পুলিশ সুপারের হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার) পিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাগন ও রেঞ্জাধীন ১৩ টি জেলার পুলিশ সুপারবৃন্দ। মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় এসপি সঞ্জিত কুমার রায়কে (বিপিএম) ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হিসেবে মনোনীত করা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপারের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান

আনুষ্ঠানিকভাবে সঞ্জিত কুমার রায়ের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। উক্ত অপরাধ সভায় ঢাকা রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা রেঞ্জাধীন ১৩টি জেলার এসপি উপস্থিত ছিলেন।

তিনি পুলিশ পদক (বিপিএম-সেবা) ২০১৮ অর্জন ও করেছেন, গত (৪ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০১৯’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পদক গ্রহন করেন।
প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণের পর তিনি তার ফেসবুক অভিব্যাক্তি প্রকাশ করে লিখেন, শেষ পর্যন্ত আমার কঠোর পরিশ্রমের মূল্যায়ন করা হয়েছে। সর্বশক্তিমানের অনুগ্রহে আমি সম্মানিত বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) ২০১৮ এর সাথে সজ্জিত হয়েছি। সত্যিকার অর্থে এটি আমার পুরো পুলিশ জীবনের জন্য খুবই শুভ এবং সুবর্ণ মুহূর্ত। কারণ এই রাষ্ট্রীয় স্বীকৃতি আমাকে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত করেছে। আমার জন্য সবাই প্রার্থনায করবেন।
২০১৮ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য এ পদক দেওয়া হয় তাকে। এর আগে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। সেখানে পদকপ্রাপ্ত ৩৪৯ জনের তালিকায় তার নাম ছিল।

বাংলাদেশ সময়:৯৪৫ঘণ্টা, অক্টোবর ২৪,২০১৯
বাংলাপোস্ট২৪/জামিল