নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সাস্ট ক্লাব লিমিটেডের পিঠা উৎসবে কুপন লটারির মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা রিটার্ন কাপল টিকিট পেয়েছেন ক্লাব সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের ছাত্র সৈয়দ সুলতান। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর নিকেতনে ক্লাব কার্যালয়ে লটারির মাধ্যমে তিনি এ টিকিট পান। কুপন জয়ী সৈয়দ সুলতান ও তার স্ত্রীর হাতে টিকিট তুলে দেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও সাস্ট ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট মো. কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র কবি রশিদ হারুন, খুরশিদ আলম হিটু, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. হামজা অানোয়ার, কার্যনির্বাহী সদস্য ফাতেমা জেরিন ফারহানা প্রমুখ।
বাংলাদেশ সময় : ২২৩০ ঘন্টা, ডিসেম্বর ১৩, ২০১৯