অনলাইন ডেস্ক

পুলিশ পাহারায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিন ক্যাম্পাস ত্যাগ করেছেন। এ সময় শিক্ষার্থীরা ভিসিকে উদ্দেশে করে বিভিন্ন স্লোগান দেন।

রবিবার রাত সোয়া ৯টায় আবাসিক ভবন থেকে নিজ গাড়িতে করে ক্যাম্পাস ত্যাগ করেন উপাচার্য নাসির উদ্দিন। টানা ১১ দিন ধরে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়েন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্য নাসির উদ্দিন ক্যাম্পাস ছেড়ে যাওয়ার সময় তার গাড়ির সামনে পুলিশের একটি গাড়ি দেখা গেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

এদিকে, রবিবার সকালে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মো. কাজী শহীদুল্লাহ এর কাছে ৫ সদস্যের তদন্ত প্রতিবেদন হস্তান্তর করে তদন্ত কমিটি। তদন্ত কমিটি অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ করে।