বাংলাপোস্ট২৪ :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের লন্ডনে প্রাণ হারালেন আরেক বাংলাদেশি। বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে ক’রোনা ভা’ই’রা’সে আ’ক্রা’ন্ত হয়ে মা’রা যান তিনি। ওই ব্যাক্তির নাম আফরোজ মিয়া (৬৬)। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জের বাগিরঘাট গ্রামে। পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অ’বস্থায় শুক্রবার ভোরে মা’রা যান।
জানা গেছে, আফরোজ মিয়া ৮ দিন আগে অসুস্থ হয়ে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি হলে তাঁর শরীরে ক’রো’নাভা’ই’রাস ধরা পড়ে। যদিও দীর্ঘদিন ধরেই ডায়বেটিসসহ নানা শারীরিক অ’সুস্থ্য’তায় ভুগছিলেন তিনি। প্রাণঘাতী এ ব্যাধির সাথে ৮ দিন যু’দ্ধ করার পর অবশেষে গতকাল শুক্রবার মা’রা যান তিনি। নিহতের ম’র’দে’হ হাসপাতাল ম’র্গে রাখা হয়েছে। ম’র’দে’হটি স্বজনদের কাছে কিভাবে কখন হস্তান্তর করা হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে রয়েল লন্ডন হাসপাতালে ক’রো’না’য় আ’ক্রা’ন্ত হয়ে এক বাংলাদেশির মৃ’ত্’যুর খবরে পূর্ব লন্ডনের বাঙালি পাড়ায় আতঙ্ক নেমে এসেছে। গণ’মাধ্য’মের তথ্য মতে, শুক্রবার পর্যন্ত ব্রিটেনে ক’রো’না’য় আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গেছেন মোট ১২জন। এর মধ্যে দুজন বাংলাদেশি। এর আগে ক’রো’না’য় আ’ক্রা’ন্ত হয়ে মৃ’ত্যু’বরণকারী তৃতীয় ব্যক্তি ছিলেন ম্যানচেষ্টারে বসবাসরত এক বাংলাদেশি(৬০), যিনি ৫/৬ বছর আগে ইতালি থেকে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন ব্রিটেনে।
আইসিইউতে করোনায় আ’ক্রা’ন্ত বাংলাদেশি স্বা’মী-স্ত্রী এদিকে স্পেনে প্রা’ণঘা’তী এই ভা’ই’রা’সে আ’ক্রা’ন্ত হয়েছেন আরও ৮ বাংলাদেশি। এদের মধ্যে দুইজনের অবস্থা আ’শঙ্কাজ’নক হওয়ায় তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী হন, ঢাকায় তাদের বাড়ি। রাজধানী মাদ্রিদে তারা এই ভাই’রা’সে আ’ক্রান্’ত হয়েছেন।
করো’না ভাই’রাসে আ’ক্রা’ন্ত আ’ট’জ’নের মধ্যে তিনজন সিলেটের, ঢাকার দুইজন (স্বামী- স্ত্রী), যশোরের একজন বলে জা’না গেছে। অপরজনের ঠিকানা জানা যায়নি। আ’ট’জ’নই বর্তমানে হাসপাতালে আছেন। ঢাকার দুই’জ’নকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।