(মনির হোসাইন ঢাকা )

“INSPIRATION – সাহায্যেই হোক স্বাবলম্বী” নামক একটি অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন। গত ২১/০৫/২০২০ তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় দুইশতের অধিক হতদরিদ্র, দুস্থ,অসহায় পথশিশুদের মাঝে এই সংগঠন ”ইদের খুশি” নামে আয়োজনের মাধ্যমে নতুন পোষাক বিতরণ করেন। দেশের এমন অবস্থায় পোষাক বিতরণের কারণ জানতে চাইলে সংগঠনের মডারেটর রাকিব হাসান বলেন, “আসলে দেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো ইদুল ফিতর, দেখুন শপিং মলগুলো সীমিত আকারে খোলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আমরা দেখছি মধ্যবিত্ত ও উচ্চবিত্ত মানুষেরা নিজের বা পরিবারের অন্তত তাদের বাচ্চাদের জন্য ইদের পোষাকের ব্যবস্থা করছে, এছাড়া দেশের অনেক সরকারি বেসরকারি সংগঠন বা সংস্থা ইদের গরীব, দুঃখীদের মাঝে খাদ্য ও সেমাই চিনি বিতরণের উদ্যোগ নিয়েছে।

“INSPIRATION – সাহায্যেই হোক স্বাবলম্বী” একটি অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন। দেশের এই ক্রান্তিলগ্নে অনলাইন ভিত্তিক এই সংগঠনটিরা যাত্রা শুরু। সংগঠনের দুই জন এডমিন ও একজন মডারেটর হাসান সারোয়ার মা’মূর, সঞ্জিত সাহা ও হৃদয় কুমারের চেষ্টায় ফেসবুক ভিত্তিক এই সংগঠনের সৃষ্টি। সংগঠনের এডমিনদের কাছে তাদের মূল উদ্দেশ্য জানতে চাইলে, হাসান সারোয়ার মা’মূর বলেন, “INSPIRATION”এর মূল উদ্দেশ্য হলো সমাজের পিছিয়ে পরা হতদরিদ্র, বস্তিবাসী ও পথশিশুদের মূলধারার শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করা। যে সমস্ত বাচ্চারা একেবারে সাধারণ মানের শিক্ষা থেকে বঞ্চিত তাদের আন্তর্জাতিক পাঠ্যক্রমের শিক্ষার সাথে যুক্ত করাই আমাদের উদ্দেশ্য। তাই আমরা চেয়েছি ইদের দিন এই অসহায় বাচ্চাগুলো ইকটু ভাল খাবারের পাশাপাশি নতুন পোষাকও পড়ুক।” সংগঠনের আরেক এডমিন সঞ্জিত সাহা “INSPIRATION” এর ‘ইদের খুশি’ আয়োজনে যারা অর্থনৈতিক, মানসিক ও সাংগঠনিক ভাবে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়েছে। এই সংগঠন টি পরিচালনায় আছেন একদল যুবক যুবতী। হাসান সারোয়ার মা’মূর, সঞ্জিত সাহা, হৃদয় কুমার, মিনহাজ উদ্দিন, নিলয়, হামীম, মনির, লিপি,রাকিব হাসান। এছাড়াও “INSPIRATION ARMY” নামে তাদের রয়েছে একটি ডেডিকেটেড স্বেচ্ছাসেবী টিম। যার নেতৃত্বে আছে মোঃ সজিব, রাতুল প্রো, সোহেল, সৈকত, ফাহাদ ও নাইফ আল মা’মূর। ইদের খুশি আয়োজনের সংগঠনের সদস্যদের সাথে সামগ্রিক সহযোগিতায় উপস্থিত ছিলেন- স্থানীয় কাউন্সিলর রুহুল আমিন, সিনিয়র সাংবাদিক লুৎফর রহমান কাকন।