কবি রশিদ হারুন
——————
মনোলীনা,
মধ্য রাতের নৈশব্দে হাটতে হাটতে
যখনই আমি তোমার বাড়ীর কাছাকাছি চলে আসি-
একটা পরিচিত ল্যাম্পপোষ্ট আমার পথ আগলে ধরবেই।
গলির রাতের পাহারাদারের মতো করে আমার শরীরে নিয়ন বাতির ফেলে জানতে চাইবে-
‘এতো বড় একটা শরীর নিয়ে ঘুরো পুরো শহর!!
অথচ ছায়া ভুলে কোথায় রেখে আসো?
আমি কখনোই ফাঁকি দিতে পারিনা রাতের সেই ল্যাম্পপোষ্টটাকে।
আমি কেনো যে বলতে পারিনা!!
তোমার জানালার গ্রীল ধরে দাড়িয়ে থাকা আমার অন্ধ ছায়াটাই দেখতে আসি প্রতি রাতে।
প্রতিবারই ল্যাপপোষ্টের সেই বিদ্রুপের আলোতে আমি পুড়ে যাই ।
ফিরতে থাকি এক অশরীরী কবিকে নিয়ে।
এক সময় দৌড়াতে দৌড়াতে ঘরে ঢুকি
প্রচন্ড বৃষ্টির মধ্যে ছাতা উড়ে যাওয়া অসহায় মানুষের মতো।
প্রতিরাত নিজেরই এপিটাফ লিখতে বসে যাই তোমাকে দেবী বানিয়ে।
মনোলীনা,
যে কথা এখনো বলা হয়নি তোমাকে,
-আমার ছায়া অন্ধ হয়েছিলো তোমারই ছায়ার শোক আর সন্তাপে এক দীর্ঘ
অ-ঘুমে।
-গায়ে মাখতে না পারা না দেখা সেই মায়াতে।
-বলতে না পারা সেই অমিমাংসিত কথাতে-
“মনোলীনা,
তুমি কি কবিকে ভালোবাসো
নাকি তার কবিতাকে?”
মনোলীনা,
বিষন্ন ভোরের আলোতে ঘরের দরজা খুললেই প্রতিদিনই তুমি দেখবে-
একটি ল্যাম্পপোষ্ট দাড়িয়ে কাঁদছে চিৎকার করে-
এক বিপন্ন অনুতাপে।
তার পাশেই কফিনে শুয়ে থাকে সাদা কাপড়ে মুড়োনো আমার কবিতার খাতা।
আর একটা অন্ধ ছায়া বসে থাকে এপিটাপের গায়ে হেলান দিয়ে।
পুনশ্চ: আমার জন্য না হোক অন্তত আমার কবিতার জন্য মায়াবী মৃত্যূ চেয়েছিলাম তোমার কাছ থেকে।
————————————
রশিদ হারুন
০২/১২/২০১৯