করোনাভাইরাসে আক্রান্ত হলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন আছেন।
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের চলমান তদারকি অভিযান মনিটরিং করতে নিজেই মাঠে নেমেছিলেন বাবলু কুমার সাহা। জ্বর হওয়ায় করোনাভাইরাসের পরীক্ষা করান তিনি। শনিবার তার পজেটিভ ফল আসে।
গত বছরের সেপ্টেম্বরে তিনি মহাপরিচালক পদে যোগ দেন। এর আগে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।
উল্লেখ্য, একই অধিদফতরের উপ পরিচালক মঞ্জু শাহরিয়ারও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।